নির্দিষ্ট সময়ে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট করতে চায়

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে।

Must read

প্রতিবেদন : নির্দিষ্ট সময়েই রাজ্য সরকার পঞ্চায়েত ভোট করতে চায়। সেই লক্ষ্যেই আজ, বুধবার রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। ২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্জনের দাবি জানাতে পারবে। ৭-১৬ নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন-উন্নয়ন চলছে, বিরোধীরা নিজের চরকায় তেল দিক

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে। যা গোটা ডিসেম্বর মাস ধরে চলবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকার ২০২৩ সালের নির্দিষ্ট সময়েই পঞ্চায়েত নির্বাচন করার ব্যপারে কমিশনের সঙ্গে আলোচনা করেছে। মাথায় রাখতে হচ্ছে বিভিন্ন পরীক্ষার বিষয়টিও। রাজ্য পুলিশ দিয়েই আসন্ন পঞ্চায়েত ভোট করানো হবে। কমিশন সূত্রে খবর, নতুন বছরের প্রথম দিকে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।

Latest article