উন্নয়ন চলছে, বিরোধীরা নিজের চরকায় তেল দিক

জেলা প্রশাসন ও দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছটপুজোয় কেউ যাতে বেশি জলে না নামেন সেদিকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বিরোধীদের বলুন নিজের চরকায় তেল দিতে। আমরা সকলকে নিয়ে চলি, আমাদের দলে এ বি সি ডি গ্রেড বলে কিছু নেই, সকলেই সমান। মঙ্গলবার মালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ধুয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালবাজারে প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বিরোধীদের সমালোচনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দলনেত্রী তীব্র কটাক্ষ ছুঁড়ে পাল্টা প্রশ্ন করেন, বিরোধী বলে কিছু আছে না কি! বিরোধীদের বলুন নিজের চরকায় তেল দিতে। রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে, তৃণমূলের নেতা-কর্মীরা বাংলার মানুষের পাশে আছে। বিরোধীরা কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন-স্বজনহারা ও উদ্ধারকারীদের চাকরি সঙ্গে লক্ষ টাকার পুরস্কার, জল ছাড়া নিয়ে উদ্বেগ দৃষ্টান্ত তৈরি করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র বিষয় নিয়ে নানা পোস্ট হয়। সেই বিষয়েই এদিন কারও নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দলে কোনও গ্রেড নেই। সবাই সমান।
বিজয়া দশমীতে মাল নদীর দুর্ঘটনায় ৮ জনের প্রাণ গিয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলিকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবুও তাঁদের পাশে থাকার চেষ্টা করলাম সাধ্যমতো।

আরও পড়ুন-শুরু থেকেই শামি, চিন্তা রোহিতের ফর্ম, আজ সামনে নিউজিল্যান্ড

সামনে ছটপুজো, কালীপুজো। জেলা প্রশাসন ও দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছটপুজোয় কেউ যাতে বেশি জলে না নামেন সেদিকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর বিসর্জনেও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে বিজেপি মালবাজারের ঘটনা নিয়ে রাজনীতি করে গেছে৷ ভবিষ্যতেও করবে। ফলে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বজনহারাদের পাশে থেকে শুধু নয়, তাঁদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেই মালবাজার ছাড়লেন জননেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article