ভয়াবহ বন্যা-ভূমিধস ইন্দোনেশিয়ায়, মৃত ২৬, নিখোঁজ বহু

Must read

বন্যায় বিধ্বস্ত ইন্দোনেশিয়ার (floods-landslides-Indonesia) সুমাত্রা দ্বীপ। প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ আকার নিয়েছে ভূমিধস। বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা-ভূমিধসের জেরে প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১ জন।

বন্যা-দুর্যোগের (floods-landslides-Indonesia) কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই খবর। সোমবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ত্রাণ দেওয়ার কায চলছে। বিদ্যুৎ বিভ্রাট, ক্ষতিগ্রস্ত সেতু এবং বৃষ্টি- কাদা এবং ধ্বংসাবশেষের কারণে রাস্তাঘাট অবরুদ্ধ ফলে উদ্ধারকাজে সমস্যা দেখা দিচ্ছে। পশ্চিম সুমাত্রা প্রদেশে ৩৭ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গিয়েছে। আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৬৬টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন- দুটি গাড়ির সংঘর্ষ, হরিয়ানায় মৃত ৬

জানা গিয়েছে, বন্যাযর জেরে ২৬টি সেতু, ৪৫টি মসজিদ ও ২৫টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি রাস্তা, ২টি সেচ ব্যবস্থার ইউনিট ধ্বংস হয়ে গিয়েছে। একইসঙ্গে ১১৩ হেক্টর ধানের ক্ষেত নষ্ট হয়েছে।

Latest article