যোগীরাজ্যে স্বাস্থ্যের বেহাল দশা, এইডস আক্রান্ত ৬০ প্রসূতি

Must read

প্রতিবেদন: ডবল ইঞ্জিনের যোগীরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার চরম শোচনীয় অবস্থা। মাত্র দেড় বছরে উত্তরপ্রদেশের (AIDS- Uttar pradesh) সরকারি হাসপাতালে এডস আক্রান্ত হয়েছেন ৬০ প্রসূতি। ভয়াবহ এই ছবিটা প্রকাশ্যে আসতেই মুখ পুড়ল যোগী প্রশাসনের। এরপরই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিল উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতর।
উত্তরপ্রদেশ (AIDS- Uttar pradesh) স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত মিরাটের লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি সেন্টার। সেখানেই গত ১৬ মাসে ৬০ প্রসূতি এডস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৩ জন আক্রান্ত হয়েছেন ২০২২-২৩ সালে। বাকি ৩৫ জন আগেই আক্রান্ত হন। মোট ৬০ জন প্রসূতির মধ্যে ৩৫ জন সন্তানের জন্ম দিয়েছেন বলেও জানা গিয়েছে। এদিকে লালা লাজপত রাই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের এআরটি সেন্টারে এডস আক্রান্ত মহিলাদের চিকিৎসা চলছে।
তবে প্রশ্ন হল কীভাবে এইডস আক্রান্ত হলেন প্রসূতিরা? এর কোনও সদুত্তর অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে মিরাটের স্বাস্থ্য আধিকারিক জানান, কিভাবে এই ঘটনা ঘটলো তার খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- INDIA: নিছক রাজনৈতিক জোট নয় একটি প্রতিস্পর্ধী লড়াই

Latest article