প্রতিবেদন : রয় কৃষ্ণ। গত বছরের টপ স্কোরার। অথচ এ বছর চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। অনেকদিন পর এদিন শুরু থেকেই মাঠে নেমেছিলেন সবুজ-মেরুন তারকা। গোলও করলেন। আর তাঁর গোলেই এটিকে মোহনবাগানের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গেল। একই সঙ্গে শীর্ষে থেকে লিগ শেষ করার স্বপ্নটা বেঁচে রইল। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের দ্বিতীয় স্থানে মোহনবাগান। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জামেশেদপুর এফসি। দু’দলের পয়েন্ট সমান হলেও, হেড টু হেডে এগিয়ে থাকার সুবাদে এক নম্বরে জামশেদপুর।
আরও পড়ুন-বহিষ্কার করা হল রাশিয়া-বেলারুশকে প্যারা অলিম্পিক
খেলার শুরু থেকেই বিপক্ষকে চেপে ধরেছিলেন কৃষ্ণরা। কুড়ি মিনিটে গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জনি কাউকো। কিন্তু তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেও চেন্নাইয়িনের রক্ষণে চাপ বজায় রেখেছিলেন বাগানের ফুটবলাররা। কিন্তু কিছুতেই গোলের মুখ খুলছিল না। তবে বিরতির ঠিক আগে কাউকোর চমৎকার থ্রু ধরে চেন্নাইয়িনের বক্সে ঢুকে পড়েন কৃষ্ণ। এরপর ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন।
আরও পড়ুন-হেলমেটের ফাঁক দিয়ে চুম্বন ছুঁড়ছিল বিরাট, অভিষেক টেস্টের স্মৃতিচারণায় সানি
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া চেন্নাইয়িন বাগানের ওপর চাপ বাড়িয়েছিল। এই সময় লিস্টন কোলাসো ও কাউকোকে তুলে নিয়ে প্রবীর দাস এবং লেনি রডরিগেজকে মাঠে নামিয়ে রক্ষণ আরও জমাট করে দেন জুয়ান ফেরান্দো।