সংবাদদাতা, হুগলি : কিসান তৃণমূল কংগ্রেস খেত মজদুর সংগঠনের হুগলি জেলা সভাপতি স্বরাজ ঘোষের হাতে ও মাথায় এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মারল এক দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় তাঁকে পুলিশ ও স্থানীয় তৃণমূল কর্মীরা উদ্ধার করে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-সেপটিক ট্যাঙ্কে মৃত তিনজনের পরিবারকে ২ লক্ষ করে দিল রাজ্য
বুধবার দুপুরে স্বরাজবাবু হারিটে তাঁর কার্যালয়ের সামনে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলেন। সেই সময় সুভাষ কর্মকার নামে যুবক তাঁকে হাঁসুয়া ও কাটারি নিয়ে হামলা চালায়। মাথায় ও ডান হাতে হাঁসুয়ার কোপ মারে। ওই দৃশ্য দেখে উত্তেজিত জনতা সুভাষকে ধরে মারতে থাকে। দাদপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জখম স্বরাজ ঘোষকে উদ্ধার করে। তৃণমূল নেতার উপর এই আক্রমণ কেন, এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তিগত আক্রোশ তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় হাঁসুয়া ও কাটারির আঘাতে স্বরাজবাবুর মাথায় ও হাতে প্রায় পঞ্চাশটিরও বেশি সেলাই পড়েছে। অন্যদিকে হুগলি জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁই জানান, পুলিশকে বলব যথাযথ ব্যবস্থা নিতে।