বাবর-শনাকাদের ভাগ্য নির্ধারণ আজ, ছিটকে গেলেন নাসিম

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের পাঁচ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যা কার্যত হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনাল।

Must read

কলম্বো, ১৩ সেপ্টেম্বর : আগামী রবিবার এশিয়া কাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের পাঁচ নম্বর ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যা কার্যত হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনাল। দু’টি দলই তাদের শেষ ম্যাচ হেরেছে ভারতের কাছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাক শিবিরে জোর ধাক্কা লেগেছে চোটের কারণে পেসার নাসিম শাহ ও হ্যারিস রউফ ছিটকে যাওয়ায়। প্রথম একাদশে পাঁচটি বদল করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। পরিবর্ত হিসেবে তরুণ ডান হাতি পেসার জামান খানকে স্কোয়াডে নেওয়া হয়েছে। দাসুন শনাকাদের বিরুদ্ধে অনিশ্চিত ভারতের বিরুদ্ধে চোট পাওয়া আর এক পাক পেসার হ্যাসির রউফও।

আরও পড়ুন-ভরসা প্রণয়, সিন্ধুতেই কোচিংয়ে নয় : সাইনা

কলম্বোয় শ্রীলঙ্কা-পাক ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। যদি বৃষ্টিতে খেলা না হয় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। তাই বাবররা চাইবেন, বৃষ্টির থাবা যেন না পড়ে ম্যাচে। ভারতের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে হার এবং নাসিম-হ্যারিসকে হারানোর জোড়া ধাক্কা কাটিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষা বাবর আজমদের।

আরও পড়ুন-এশিয়াড দলে সুনীলই নেতা

অন্যদিকে, ভারতের বিরুদ্ধে দুর্দান্ত লড়েও হেরেছে শ্রীলঙ্কা। রোহিত শর্মাদের বিরুদ্ধে কুড়ি বছরের তরুণ বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়ালালাগের অসাধারণ বোলিং এবং শেষে তাঁর লড়াকু ব্যাটিং দলকে ভরসা দিয়েছে। ঘরের মাঠে বাবরদের বিরুদ্ধেও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি শনাকা ব্রিগেড।

Latest article