জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

সোমবার বৃষ্টি বাদ না সাধলে, আরও অনেক নাটকীয় মুহূর্ত অপেক্ষা করছে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ঢঙে ব্যাট করেছেন ওয়ার্নার ও খোয়াজা।

Must read

লন্ডন, ৩০ জুলাই : ওল্ড ট্র্যাফোর্ডের ছায়া এবার ওভালেও! ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনের খেলা পুরোপুরি ভেস্তে দিয়েছিল বৃষ্টি। নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের। রবিবার বৃষ্টির দাপটে ওভাল টেস্টের চতুর্থ দিনে মাত্র ৩৯.১ ওভার খেলা হল।

আরও পড়ুন-মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে ব্যথিত মুখ্যমন্ত্রী, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ

তবে আসেজের শেষ টেস্ট কিন্তু রীতিমতো রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে। ইংল্যান্ডের দেওয়া ৩৮৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ১৩৫। শেষ দিনে জেতার জন্য চাই আরও ২৪৯ রান। ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা দু’জনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে ক্রিজে রয়েছেন। সোমবার বৃষ্টি বাদ না সাধলে, আরও অনেক নাটকীয় মুহূর্ত অপেক্ষা করছে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ঢঙে ব্যাট করেছেন ওয়ার্নার ও খোয়াজা। বৃষ্টির জন্য খেলা যখন বন্ধ হয়, তখন খোয়াজা ৬৯ রানে এবং ওয়ার্নার ৫৮ রানে ব্যাট করছিলেন।

আরও পড়ুন-‘মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই?’ মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, দিল্লি ফিরে ক্ষুব্ধ সুস্মিতা

এদিকে, জীবনের শেষ টেস্ট ইনিংসে অপরাজিত থাকলেন স্টুয়ার্ট ব্রড। রবিবার সকালে জেমস অ্যান্ডারসনকে নিয়ে ব্রড যখন মাঠে নামছেন, তখন দু’ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাঁকে গার্ড অফ অনার দেয় গোটা অস্ট্রেলিয়া দল। ওভালের গ্যালারিতে উপস্থিত দর্শকরাও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভ্যর্থনা জানান কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ইংরেজ পেসারকে। ২২ গজে পৌঁছে ব্রড যখন গার্ড নিচ্ছেন, তখনও চলছিল সেই হাততালি। তবে ব্রডের শেষ টেস্ট ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। টড মারফির বলে অ্যান্ডারসন আউট হতেই ইংল্যান্ডের ইনিংসে ইতি পড়ে যায়। ব্রড ৮ রানে নটআউট থেকে যান।

Latest article