ভিড় এড়িয়ে এক ক্লিকে পৌঁছন প্রতিমার সামনে

ভি-আর (ভার্চুয়াল রিয়ালিটি) প্রযুক্তির মাধ্যমে পুজো দেখার অনুভূতি তৈরি করে এই অ্যাপ। এক ক্লিকেই পৌঁছে যাওয়া যায় কলকাতার নামকরা পুজো মণ্ডপগুলিতে।

Must read

প্রতিবেদন : দুর্গাপুজো শুধু আবেগ নয়, এতে মিশে আছে শিল্পকলা। শিল্পীর নিখুঁত ভাবনা। চিন্তার অন্য চোখ। আনন্দ, হুল্লোড়, প্রতিমা দর্শন হলেও এই শিল্প দেখা হয় কই? ঠেলাঠেলি ভিড়ে মণ্ডপের প্রতিটি কোনায় লুকিয়ে থাকা শিল্প খুঁজে বের করা কঠিন। এমন চোখ খুব কমই আছে। তবে ভিড় এড়িয়ে ভিড়ে যাওয়া যায় এমন শিল্পের খোঁজে। শুধু তাই নয়, বিদেশে বসেও কলকাতার পুজোর প্যান্ডেলে ঢোকা যেতে পারে অনায়াসেই। কীভাবে? তার সন্ধান দিয়েছে ‘দ্য পূজা অ্যাপ’।

আরও পড়ুন-ক্ষয়ক্ষতি নিয়ে জরুরি বৈঠক জলের তলায় চাষের জমি

ভি-আর (ভার্চুয়াল রিয়ালিটি) প্রযুক্তির মাধ্যমে পুজো দেখার অনুভূতি তৈরি করে এই অ্যাপ। এক ক্লিকেই পৌঁছে যাওয়া যায় কলকাতার নামকরা পুজো মণ্ডপগুলিতে। একদম দুর্গা প্রতিমার সামনে। কোনও কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই। গুগলে সার্চ করে এক ক্লিকে ঢুকে পড়তে হবে ‘দ্য পূজা অ্যাপ’-এ। এরপর ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে খুঁজে নিন পছন্দের পুজো মণ্ডপ। ব্যস, মণ্ডপে প্রবেশ। এবার দশম বর্ষে পড়ল এই অ্যাপ। লেকটাউন কালিন্দী এলাকার কয়েকজন মিলে প্রথম তৈরি করেন এই পরিকল্পনা। যার মধ্যে অন্যতম সৌমাদিত্য মুখোপাধ্যায় এবং অর্পণ চট্টোপাধ্যায়। তাঁদের ভাবনা পেয়েছে সাফল্য।

আরও পড়ুন-তৃণমূল প্রধানকে রাস্তায় মার বিজেপির

এবার মহালয়ার ঠিক আগে মণ্ডপে মণ্ডপে অভিনব আগমনি আসরটি বসছে ইউনেস্কোর আগ্রহেই। উৎসব উপদেষ্টা, শিল্পী, শিল্পরসিক, স্থপতিদের একটি নতুন মঞ্চ ব্রিটিশ কাউন্সিল এবং ইউনেস্কোর সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পনাটির শরিক। একটি সংস্থার মাধ্যমে এবার পুজো অ্যাপের প্রযুক্তি ব্যবহার করেই মণ্ডপের আর্কাইভ তৈরির বরাত পেয়েছেন তাঁরা। সৌমাদিত্য জানালেন, ১০ বছরের জন্মদিনে এটা আমাদের বড় পাওনা। এবার দর্শকদের আমরা ৪১টি মণ্ডপ দেখাব।

Latest article