প্রতিবেদন : গোটা দেশে জাতীয় সড়ক নির্মাণের কাজ করে থাকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আওতাধীন এনএইচএ। এই কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব রয়েছেন নীতিন গড়কড়ি। যিনি হামেশাই গর্ব করে বলে থাকেন, তাঁর আমলে দেশে অত্যন্ত দ্রুতগতিতে একাধিক জাতীয় সড়ক নির্মাণ হয়েছে। তাঁর মন্ত্রক অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতীয় সড়কগুলির রক্ষণাবেক্ষণ করছে। কিন্তু এবার নিজের রাজ্যের জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী গড়কড়িকে চিঠি দিয়ে জানালেন, চেন্নাই থেকে রানিপেট ন্যাশনাল হাইওয়ে এবং তার সংযোগকারী রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তিনি সড়কপথের বদলে ট্রেনে সফর করতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন-সব কথা মানব না, বিজেপিকে হুঁশিয়ারি
গড়গড়িকে লেখা চিঠিতে স্ট্যালিন জানিয়েছেন, রানিপেট ন্যাশনাল হাইওয়েটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রাস্তা চেন্নাইয়ের সঙ্গে রাজ্যের একাধিক শিল্পাঞ্চল কাঞ্চিপুরম, ভেলোর, রানিপেট, হোসুর এবং কৃষ্ণাগিরিকে যুক্ত করেছে। সেই রাস্তার হাল এতটাই খারাপ যে, তিনি সড়কের পরিবর্তে ট্রেনে সফর করতে বাধ্য হয়েছেন। জাতীয় সড়ক ও সংযোগকারী সড়ক নির্মাণে কেন্দ্র-রাজ্য সহযোগিতার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-৩৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা, ফের কম্পন তুরস্কে
স্ট্যালিনের দাবি, ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে সবরকমভাবে সাহায্য করেছে রাজ্য সরকার। কিন্তু তার পরেও কাজ এগোচ্ছে না। গড়কড়িকে লেখা চিঠিতে স্ট্যালিন আরও জানিয়েছেন, সংসদে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাজকর্ম নিয়ে দলীয় সাংসদ প্রশ্ন তুললেও সঠিক উত্তর মেলেনি।