বেইলি ব্রিজ উদ্বোধনে অশান্তির চেষ্টা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বাংলার উন্নয়ন মানতে পারছে না বিজেপি নেতারা। উত্তরবঙ্গে একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ছে পদ্মশিবির। একের পর এক হাতছাড়া হচ্ছে পঞ্চায়েত। দল ভেঙে সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হচ্ছেন। এবার তাই উন্নয়ন ঠেকাতে একের পর এক কৌশল নিচ্ছে বিজেপি। শুক্রবার বেইলি ব্রেজের উদ্বোধনে দেখা গেল এমনই ছবি। ব্রিজ উদ্বোধনের আগে অশান্তি পাকাতে মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিজেপি বিধায়ক কর্মীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন। দলীয় স্লোগান দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করেন। কিন্তু বিজেপির চক্রান্ত ভন্ডুল করে উদ্বোধন হয় ব্রিজের। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন : To Stop Road Accident : শিক্ষামূলক প্রচার তিলজালা ট্রাফিক গার্ডের

শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ দার্জিলিং জেলার জেলাশাসক এস পূর্ণাবালাম ফিতে কেটে বেইলি ব্রিজের উদ্বোধন করেন। এর পরেই সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেন বিজেপি সমর্থকেরা। তবে এর মধ্যেই পুলিশ কমিশনার গৌরব শর্মা, পুর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী ও এসজেডিএর সদস্য কাজল ঘোষের উপস্থিতিতে বেইলি ব্রিজ উদ্বোধন করে খুলে দেওয়া হয়। আপাতত বেইলি ব্রিজের উপরে ওয়ান ওয়ে মাধ্যমে যান চলাচল করবে। পুলিশ কমিশনার গৌরব শর্মা আগেই জানিয়েছিলেন যে, বেইলি ব্রিজের ওপর দিয়ে দু চাকা, তিন চাকা, চার চাকার ছোট গাড়ি ও কম দূরত্বের যাতায়াতকারী বাস বেলি ব্রিজের উপর দিয়ে যেতে পারবে। তবে এই মুহূর্তে লরি, ভলভো বাস ও সেনাবাহিনীর গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে পুলিশ।

Latest article