To Stop Road Accident : শিক্ষামূলক প্রচার তিলজালা ট্রাফিক গার্ডের

Must read

প্রতিবেদন : বাইপাসে দুর্ঘটনা কমাতে ট্রাফিক গার্ড (Tiljala Traffic Gaurd) ডিসি ট্রাফিক (Dc Traffic) অরিজিৎ সিনহার নির্দেশে তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Oc Souvik Chakraborty) তত্ত্বাবধানে শুক্রবার হাতেকলমে দুর্ঘটনার কারণ দেখানো হল দ্বিচক্রযান চালক এবং পথচারীদের।

আরও পড়ুন : ফি না দিতে পারলেও পড়াশোনায় বাধা দিতে পারবে না স্কুল: নির্দেশ হাইকোর্টের

চালকের আসনে বসে বাস ড্রাইভাররা কতটুকু দেখতে পান? তাঁর পাশের বা পিছনের গাড়ির সম্পর্কে তাঁর ধারনা থাকে? সেটা জানেন না বাইক বা সাইকেল আরোহীরা। ফলে তাঁরা বাসের (Bus) কাছাকাছি বা ভুল দিকে চলে যান। ঘটে দুর্ঘটনা। করোনাকালে রাস্তায় দ্বিচক্রযান চলাচল অনেক বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল তিলজলা ট্র্যাফিক গার্ড। ৫০ জন বাইক-সাইকেল চালক, পথচারীকে একে একে একটি বাসের চালকের আসনে বসানো হয়। বাস্তবে বাস চালকের পিছন, বাম ও ডান দিক দেখার প্রতিবন্ধকতা বোঝানো হয়। এই সম্পর্কে জেনে আক্ষরিক অর্থেই হতবাক পথচারী থেকে চালক। তাঁরা প্রতিশ্রুতি দেন, রাস্তায় কোনও যানবাহনের কাছে যাবেন না। সৌভিকের আশা, দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে এই ধরনের শিক্ষামূলক প্রচার অবশ্যই আগামী দিনে ইএম বাইপাসে দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেবে।

Latest article