গ্রামের মানুষই করবে উন্নয়ন

Must read

মানস দাস, মালদহ : গ্রামের মানুষই করবে উন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে হবে। তাঁর নির্দেশ মেনেই মালদহ জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে গ্রামসংসদ সভা। এখানে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে উন্নয়নের রূপরেখা তৈরির কর্মসূচিতে যোগ দিচ্ছেন। নিজের গ্রামের উন্নয়নের পরিকল্পনা ঠিক করছেন তাঁরাই। মালদহ জেলার বামোনগোলা, হবিবপুর, গাজোল, কালিয়াচক ১,২,৩ নং ব্লক, চাঁচল-সহ ১৫টি ব্লক জুড়েই চলছে গ্রামসংসদ সভা।

আরও পড়ুন : বেইলি ব্রিজ উদ্বোধনে অশান্তির চেষ্টা

কোথায় কী উন্নয়ন হবে তা ঠিক করছে গ্রামসংসদের মানুষ। নিজেদের গ্রামকে তাঁরা সাজাবেন এটা ভেবেই শান্তির নিশ্বাস নিচ্ছেন বাসিন্দারা। সম্প্রতি জেলার ১৫টি ব্লকেই গ্রামসংসদ সভা চলছে। কালিয়াচক ২ নং ব্লকে ২৩টি সংসদে মোট ৯০০টির বেশি প্রস্তাব আসে। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার প্রস্তাব এসেছে। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ১৯টি সংসদে ১০০০-১৫০০টি কাজের প্রস্তাব উঠে আসে। প্রায় ১৪ কোটি টাকার প্রস্তাব এসেছে। প্রতিটি গ্রামসংসদের সভার ছবি সরকারি ওয়েবসাইটে আপলোড দিতে হচ্ছে। ছবি আপলোড না দিলে কোনও প্রকল্প অনুমোদন হবে না। তাই গ্রাম সংসদের সভায় বাসিন্দাদের উপস্থিতি বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনাকে একবাক্যে প্রশংসা করেছেন গ্রামের বাসিন্দারা।

Latest article