নয়াদিল্লি, ২২ মে : চাপের মুখে নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্ট দিতে রাজি হয়েছেন ব্রিজভূষণ শরণ সিং। যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ জাতীয় কুস্তি সংস্থার সভাপতি অবশ্য শর্ত দিয়েছেন, একই পরীক্ষা দিতে হবে প্রতিবাদী কুস্তিগিরদের অন্যতম মুখ বজরং পুনিয়া, বিনেশ ফোগটদেরও।
ব্রিজভূষণের সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন যন্তরমন্তরে ধর্নায় বসা প্রতিবাদী কুস্তিগিররাও। সোমবার তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের পরীক্ষা দিতে কুস্তিগিররা তৈরি। তবে নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্ট চলাকালীন তা যেন লাইভ টেলিকাস্ট করা হয়। কারণ সত্যিটা কী, সেটা গোটা দেশের জানা উচিত।
আরও পড়ুন-বিবিসিকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট
উল্লেখ্য, নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্টের মাধ্যমে একজন ব্যক্তি সত্যি বা মিথ্যা কী বলছেন, সেটা যাচাই করা সম্ভব। রবিবার ব্রিজভূষণ জানিয়েছিলেন, তিনি এই পরীক্ষা দিতে প্রস্তুত। তবে শর্ত হল, এই পরীক্ষা দিতে হবে বজরং ও বিনেশকেও। এদিন ধর্না মঞ্চ থেকে বজরং বলেন, ‘‘ব্রিজভূষণের চ্যালেঞ্জ নিতে আমরা রাজি। শুধু বিনেশ বা আমি নই, যেসব মহিলা কুস্তিগিরদের উপর যৌন হেনস্থা হয়েছে, তাঁরাও নার্কো টেস্ট দিতে তৈরি। তবে গোটা পরীক্ষা যেন লাইভ টেলিকাস্ট করা হয়। যাতে গোটা দেশ দেখতে পারে, মেয়ে কুস্তিগিরদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষা হোক।’’
আরও পড়ুন-আসানসোল জেলা হাসপাতাল পেল সেরা কেন্দ্রীয় স্বীকৃতি
সুবিচারের দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বজরংরা। অভিযুক্ত ব্রিজভূষণের শাস্তির জন্য কেন্দ্রীয় সরকারকে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হতেই আরও বৃহত্তর আন্দোলনের পথে নামছেন প্রতিবাদী কুস্তিগিররা। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের সামনে মহিলাদের ‘মহাপাঞ্চায়েত’ করা হবে। প্রসঙ্গত, সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধন করার কথা।