তৎপর রাজ্য পুলিশ

মাটিয়া ধর্ষণকাণ্ড নিয়ে তৎপর হল রাজ্য পুলিশ প্রশাসন। তদন্তের স্বার্থে বুধবার কলকাতা থেকে ঘটনাস্থল পরিদর্শনে যায় ৪ সদস্যের ফরেনসিক দল।

Must read

সংবাদদাতা, বসিরহাট : মাটিয়া ধর্ষণকাণ্ড নিয়ে তৎপর হল রাজ্য পুলিশ প্রশাসন। তদন্তের স্বার্থে বুধবার কলকাতা থেকে ঘটনাস্থল পরিদর্শনে যায় ৪ সদস্যের ফরেনসিক দল। অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে মাটিয়া থানায় পৌঁছয়। সেখানে থেকে তারা পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র, তাপস ঘোষের নেতৃত্বে বিবেকনগর কলুতলা ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা সরজমিনে খতিয়ে দেখেন। প্রথমে পুরো এলাকা চিহ্নিতকরণের পাশাপাশি একটি ভিডিওগ্রাফি করেন।

আরও পড়ুন-বিশ্বভারতীর অধ্যাপক বেণুগোপাল-সাসপেনশন মামলা, হাইকোর্টে মুখ পুড়ল উপাচার্যের

তারপর আতশকাচ দিয়ে রক্তের নমুনা ও মাটি খুঁড়ে বের করে সেগুলো সংগ্রহ করেন। পাশাপাশি নেহালপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, মাটিয়ার কিশোরী ধর্ষণকাণ্ডের মূল পান্ডা রোজিনা বিবি এখনও পুলিশ হেফাজতে আছে। অভিযুক্তার বোন নির্যাতিতা নাবালিকার মা কাঁদতে কাঁদতে বলেন, একটা মেয়ে হয়ে যে অন্যায় বোন করেছে তা ভেবে অবাক হচ্ছেন তিনি। কীভাবে একটা ছোট শিশুর উপর সে নির্যাতন করল সেটা তাঁদের ভাবনার অতীত। দিদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মাটিয়াকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই নির্যাতিতার মাসি এবং তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। বসিরহাট মহকুমা আদালতের বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Latest article