দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বাড়াতে চায় বোর্ড

Must read

মুম্বই: কী করবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)! বিশ্বকাপের শেষলগ্নে প্রশ্নটা ক্রমশ জোরালো হচ্ছে! বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি নিজেও আর জাতীয় দলের কোচের দায়িত্বে থাকতে চাইছেন না বলে খবর। যদিও এখানেই ট্যুইস্ট! বিসিসিআই দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী।
বিশ্বকাপ শেষ হলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। সেখানে দ্রাবিড়-সহ বিশ্বকাপ স্কোয়াডে থাকা অধিনাংশ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হবে। দ্রাবিড়ের পরিবর্তে ওই সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। এদিকে, ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেখানে দ্রাবিড়কেই কোচ হিসাবে চাইছেন বোর্ড কর্তারা।
বিসিসিআই সূত্রের খবর, বিশ্বকাপ শেষ হলেই দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসবেন শীর্ষ কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার দাবি, দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে চুক্তি নিয়ে বোর্ডের কথা হয়নি। সবার ফোকাস এই মুহূর্তে বিশ্বকাপে। তবে হ্যাঁ, টুর্নামেন্ট শুরুর আগে দ্রাবিড়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। সেখানে দ্রাবিড় চুক্তি বাড়াতে আগ্রহী নন বলে কোনও ইঙ্গিত দেননি। বিশ্বকাপ শেষ হওয়ার পর ওঁর সঙ্গে ফের আলোচনায় বসবে বোর্ড।
শেষ পর্যন্ত যদি দ্রাবিড় চুক্তি বাড়াতে আগ্রাহী না হন, সেক্ষেত্রে তাঁর উত্তরসূরি হিসাবে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে প্রবলভাবে রয়েছেন লক্ষ্মণ। যিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী বা উপাচার্য কারওর নামই থাকবে না, লেখা হবে ৩ ভাষায়

Latest article