এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ম্যাচের আগে, চোটের ভয়ে ধোনির ফুটবল বন্ধ করেছিলেন কোচ শাস্ত্রী

রাঁচির স্কুলে পড়ার সময় তিনি ফুটবলই খেলতেন। সেখান থেকে জোর করে কোচ কেশব বন্দ্যোপাধ্যায় তাঁকে উইকেটের পিছনে দাঁড় করিয়েছিলেন।

Must read

মুম্বই, ৯ এপ্রিল : রাঁচির স্কুলে পড়ার সময় তিনি ফুটবলই খেলতেন। সেখান থেকে জোর করে কোচ কেশব বন্দ্যোপাধ্যায় তাঁকে উইকেটের পিছনে দাঁড় করিয়েছিলেন। কিন্তু ক্রিকেট মাঠে এত সাফল্য পাওয়ার পরও ক্যাপ্টেন কুলের ফটবলের প্রতি আকর্ষণ যে একটুও কমেনি, সেটা জানা গেল প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কথায়। যিনি এশিয়া কাপ ফাইনালের আগে ধোনির ফুটবল খেলা জোর করে থামিয়ে দিয়েছিলেন তাঁর চোট লাগার ভয়ে। ভারতীয় দলে ধোনি থাকার সময় প্র্যাকটিসে ফুটবলের চল ছিল।

আরও পড়ুন-জেলা পরিষদের উদ্যোগে আর্সেনিকমুক্ত জল সরবরাহে, ৪ হাজার কোটির ৪ জলপ্রকল্প

এখনও চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসে ক্যাপ্টেন কুল এই ধারা বজায় রেখেছেন। এমনকী খেলা না থাকলে তিনি ব্যস্ত থাকেন প্লে স্টেশনে ফিফা গেম খেলাতেও। শাস্ত্রী বলেছেন, এই ফুটবল খেলার সময় ধোনি এতটাই একাত্ম হয়ে পড়েন যে কোনও কাণ্ডজ্ঞান থাকে না! সেরকমই এক ঘটনার কথা তুলে ধরেছেন ভারতীয় দলের কোচ হিসাবে সাত বছর কাটানো শাস্ত্রী। তিনি বলেছেন, ফুটবল খেললে ধোনিকে সেখান থেকে সরানো যায় না। এরপর শাস্ত্রী বলেছেন, ‘‘ও ফুটবলকে খুব ভালবাসে। আর এই খেলাটা এমন মনপ্রাণ দিয়ে খেলে যে বাইরে থেকে ভয় হয় ওর চোট না লেগে যায়। ঠিক যেমন হয়েছিল এশিয়া কাপ ফাইনালের আগে।” ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল পাকিস্তান। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী আরও বলেছেন, ‘‘এরকম আমি কখনও দেখিনি। আমাকে খেলা বন্ধ করে দিতে হয়েছিল। পাঁচ মিনিট পর টস। এমন সময় কেউ তার দলের মেজর প্লেয়ারকে হারাতে পারে! সত্যিই ওকে ফুটবল থেকে বের করে আনা কঠিন ছিল।”

Latest article