প্রতিবেদন : প্রশাসনিক (administrative) নানা ক্ষেত্রে, নতুন উদ্ভাবনী প্রকল্প এনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bangla Banerjee) পশ্চিমবঙ্গ গোটা দেশে বারবার সেরার শিরোপা পেয়েছে। এবার ক্রীড়াক্ষেত্রেও রাজ্যের দুর্দান্ত সাফল্য। উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, মধ্যপ্রদেশকে পিছনে ফেলে সর্বভারতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করল পশ্চিমবঙ্গ। ১৯টি সোনা, ১৩টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ-সহ মোট ৫১টি পদক পেয়েছে। সদ্য শেষ হয়েছে ৬৬তম ন্যাশনাল স্কুল গেমস।
আরও পড়ুন-সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট বাতিল তামিলনাড়ুতে
বাংলার স্কুলপড়ুয়ারা অ্যাথলেটিক্স, সাঁতার, যোগাসন ইত্যাদি বিভাগে দুর্দান্ত ফল করল। ১৯ পদকের পাঁচটি এসেছে অ্যাথলেটিক্সে, সাতটি জিমন্যাস্টিক্সে, ছ’টি সাঁতারে এবং একটি ভলিবলে। দুটো রুপো এসেছে অ্যাথলেটিক্সে, পাঁচটি জিমন্যাস্টিক্সে, তিনটি সাঁতারে এবং তিনটি যোগাসনে। চারটি ব্রোঞ্জ এসেছে অ্যাথলেটিক্সে, দাবায় একটি, জিমন্যাস্টিক্সে পাঁচটি, সাঁতারে পাঁচটি এবং যোগাসনে চারটি। সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে সব থেকে বেশি পদক এসেছে জিমন্যাস্টিক্সে। এরপরে সাঁতার এবং যোগাসন।
আরও পড়ুন-অভিযোগ দায়ের ডেরেকের
পদকের বিচারে বাংলার উপরেই রয়েছে দিল্লি, হরিয়ানা ও মহারাষ্ট্র। সম্প্রতি শিক্ষারত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দ্রুত জেলা ও রাজ্যস্তরে কমিটি গড়ে ফের জেলায় জেলায় প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেন। তাতেই মেলে সাফল্য। এমনটাই দাবি করেছেন রাজ্য বিদ্যালয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য শুভেন্দু ঘোষ।