কাল দিল্লির কুচকাওয়াজে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার ট্যাবলো

Must read

প্রতিবেদন : দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার কন্যাশ্রী ট্যাবলোকে (Lakshmir Bhandar Tableau) গতবার ব্রাত্য করেছিল কেন্দ্র। এবার বাংলার ট্যাবলোকে স্থান দিতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্য সরকারের গর্বের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থিমে সজ্জিত ট্যাবলো এবার স্থান করে নিল দিল্লির সাধারণতন্ত্র দিবসে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের গ্রহণযোগ্যতা এখন সর্বভারতীয় ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সেই কারণেই বিজেপি বাংলাকে দূরে সরিয়ে রাখতে পারল না এবার। এদিকে, সাধারণতন্ত্র দিবসে এবার কলকাতায় দেখা মিলবে ‘রোবটিক মিউলস’ বা ‘রোবটিক খচ্চরে’র। চলতি বছরের ১৫ জানুয়ারি প্রথমবার পুণেতে ভারতীয় সেনাবাহিনীর এই রোবটিক মিউলস আর্মি ডে প্যারেডে প্রদর্শন করেছিল। এবার কলকাতায় প্রদর্শিত হবে।

আরও পড়ুন- স্বাস্থ্য ব্যবস্থায় নয়া সংগঠন, প্রেসিডেন্ট শশী পাঁজা

দিল্লিতে পশ্চিমবঙ্গের ট্যাবলোর (Lakshmir Bhandar Tableau) সামনে থাকছে নারীশক্তির প্রতীক ছৌ নাচের সাজে সিংহবাহিনী দুর্গার মূর্তি। সেই দুর্গামূর্তির সামনেই থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হিসেবে বিরাট মাপের কলস। তাতে বড় বড় অক্ষরে লেখা লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাণ্ডার হল নারী ক্ষমতায়নের প্রতীক। মানুষের জীবনে ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ভাবনায় জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদ্পটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হয়েছে। ছৌ এবং বাউল শিল্পীরা রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন। পারফরম্যান্সের নিরিখেই বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। ট্যাবলোতে থাকবে একাধিক মডেল। আর কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের সাফল্য তুলে ধরা হবে দিল্লিতে। আর কলকাতার রেড রোডের চমক রোবটিক মিউলস। এই রোবটিক মিউলস প্রতিকূল আবহাওয়ায় এবং পরিবর্তনশীল প্রাকৃতিক ভূখণ্ডে কাজ করতে পারে। রোবটিক মিউলস ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কম্পিউট বক্স, ব্যাটারি, সামনের সেন্সর হেড, রিয়ার সেন্সর হেড এবং পা দিয়ে তৈরি রোবটিক মিউলস। একইসঙ্গে এর মধ্যে রয়েছে ক্যামেরার সাহায্যে প্রতিবন্ধকতা এবং এড়িয়ে চলা সেন্সিং, সীমিত জায়গায় নেভিগেশন এবং কমপক্ষে দু-ঘণ্টা একটানা অপারেশন।

Latest article