স্বাস্থ্য ব্যবস্থায় নয়া সংগঠন, প্রেসিডেন্ট শশী পাঁজা

Must read

প্রতিবেদন : স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাজ্যে নতুন সংগঠন জন্ম নিতে চলেছে। নতুন সংগঠনের নাম ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কথা ঘোষণা করবেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Shashi Panja)। তাঁকে প্রেসিডেন্ট রেখেই সংগঠনের রূপরেখা তৈরি হচ্ছে। বাকি পদাধিকারীদের নাম সোমবার ঘোষণা করবেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই এই সংগঠনে থাকতে পারবেন, সদস্য হতে পারবেন। সরকারি-বেসরকারি ক্ষেত্রের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সকলেই সদস্য হতে পারবেন। রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করার জন্যই এই সংগঠন।

আরও পড়ুন- নিজের এলাকায় ব্যর্থ বিএসএফ, সীমান্তে বাঙ্কার

Latest article