হাওড়ার পান পাড়ি দিচ্ছে এবার বিদেশে

পাশাপাশি পানচাষিদের সরাসরি বিদেশে পান রফতানির ব্যবস্থাও করে দেওয়া হবে। পানচাষিদের চিহ্নিত করতে উদ্যোগী জেলা পরিষদ।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া জেলার পান এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিচ্ছে। এজন্য হাওড়া জেলা পরিষদের তরফে পানচাষিদের সবরকমের সাহায্য দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া, বাগনান, শ্যামপুর ও আমতায় প্রায় ৫-৬ হাজার পানচাষি রয়েছেন। তাঁদের উৎপাদিত পান এবার থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জাপানের মতো দেশে যাবে।

আরও পড়ুন-নূপুরকে তলব করল নারকেলডাঙা থানা

পানচাষিরা সরাসরি কিংবা রফতানি সংস্থার মাধ্যমে পান বিদেশে পাঠাতে পারবেন। হাওড়া জেলা পরিষদের উদ্যোগে পানচাষিদের ওইসব রফতানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। পাশাপাশি পানচাষিদের সরাসরি বিদেশে পান রফতানির ব্যবস্থাও করে দেওয়া হবে। পানচাষিদের চিহ্নিত করতে উদ্যোগী জেলা পরিষদ।

Latest article