নূপুরকে তলব করল নারকেলডাঙা থানা

কলকাতা পুলিশ জানিয়েছে, নূপুরের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় ভারতীয় দণ্ডবিধি ১৫৩(এ), ২৯৫(এ), ২৯৮ এবং ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Must read

প্রতিবেদন : ধর্মীয় আবেগে আঘাত এবং তার জেরে অশান্তির প্রেক্ষিতে নূপুর শর্মাকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ। আগামী ২০ জুন গেরুয়া মুখপাত্র নূপুরকে হাজিরা দিতে হবে নারকেলডাঙা থানায়। এখনও পর্যন্ত কোনও আইনগত ব্যবস্থা নেয়নি বিজেপি। বরং নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর। নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাঁর পরিবারেরও।

আরও পড়ুন-হাইকোর্টে বড় জয় তৃণমূল কংগ্রেসের

কলকাতা পুলিশ জানিয়েছে, নূপুরের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় ভারতীয় দণ্ডবিধি ১৫৩(এ), ২৯৫(এ), ২৯৮ এবং ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবারই সমন পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে। রাজ্যে শান্তিরক্ষার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হোক। চিঠি লেখা হোক রাষ্ট্রপতিকে। লক্ষণীয়, একই কারণে নূপুরকে তলব করেছে মুম্বই পুলিশও। একটি মামলাও দায়ের করা হয়েছে সাময়িকভাবে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ২৫ জুন পাইধনি থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

Latest article