হাইকোর্টে বড় জয় তৃণমূল কংগ্রেসের

সেইসঙ্গে আয়কর আইনের ১৪৮এ(ডি) ধারায় ২৫ এপ্রিল জারি করা হয়েছিল একটি নির্দেশিকাও। পার্টির কাছে ব্যাখ্যা তলব করেছিল আয়কর বিভাগ।

Must read

প্রতিবেদন : আদালতে জয় হল তৃণমূল কংগ্রেসের। ধাক্কা খেল আয়কর দফতর। আয়কর দফতরের নোটিশ সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গত ৩০ মার্চ তৃণমূল কংগ্রেসকে এই নোটিশ পাঠানো হয়েছিল আয়কর দফতরের পক্ষ থেকে। আয়কর আইনের ১৪৮এ(বি) ধারায় এই নোটিশ জারি করা হয়েছিল আইটি রিটার্ন সংক্রান্ত বিষয়ে।

আরও পড়ুন-ইমেজ পার্ল পুকুরে মুক্তোচাষে নতুন দিশা ডুমুরদহে

সেইসঙ্গে আয়কর আইনের ১৪৮এ(ডি) ধারায় ২৫ এপ্রিল জারি করা হয়েছিল একটি নির্দেশিকাও। পার্টির কাছে ব্যাখ্যা তলব করেছিল আয়কর বিভাগ। কিন্তু তাদের নোটিশ এবং আদেশনামাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, এই নোটিশ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। প্রতিটি বিষয়েই নিয়ম মেনে যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখে চলে তৃণমূল কংগ্রেস। এরই প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মহম্মদ নিজামুদ্দিন সোমবার আয়কর দফতরের ওই নোটিশ সরাসরি খারিজ করে দিলেন। বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য আয়কর দফতরকে নির্দেশ দিয়েছে আদালত।

Latest article