পুজোর আগেই খুলছে ভুটান গেট

পর্যটকদের জন্যে কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান। দেশে প্রবেশের পর কোয়ারেন্টিনের কথা না বলা হলেও দিতে হবে ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি’।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ করোনাকাল কাটিয়ে খুলছে ভুটান গেট। প্রায় আড়াই বছরের বন্দিদশা কাটতে চলেছে ওই দেশের মানুষের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পর্যটকদের খুলছে জয়গাঁর ভুটান গেট। ভুটান প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। যদিও পর্যটকদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান।

আরও পড়ুন-রাজনীতিক, অপরাধী, আমলাদের যোগসাজশ অবিলম্বে বন্ধ হোক, এলাহাবাদ হাইকোর্ট

পর্যটকদের জন্যে কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান। দেশে প্রবেশের পর কোয়ারেন্টিনের কথা না বলা হলেও দিতে হবে ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি’। বিদেশি পর্যটকদের জন্য ৬৫ ডলার থেকে ২০০ ডলার হবে মাথাপিছু প্রতিরাতের জন্য। বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের জন্য মাথাপিছু ১২০০ টাকা প্রতিরাতের জন্য ধার্য করতে চলেছে ভুটান সরকার। পাশাপাশি ‘মিনিমাম ডেলি প্যাকেজ রেট’ এখন আর নেওয়া হবে না। মেনে চলতে হবে কোভিড গাইডলাইন। হোটেল, রেস্তোরাঁগুলিকেও ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। সেই অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণও দিতে বলা হয়েছে। ভুটান গেট খোলার নির্দেশিকা চলে আসায় খুশি জয়গাঁ এলাকার ব্যবসায়ীরা। তাই এবার চিন্তা কিসের, নিয়ম মেনে ব্যাগ গুছিয়ে চলে আসুন সুখী দেশে সুখের খোঁজে।

Latest article