আজ থেকে ফের বসছে বিধানসভা

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা চত্বরে অনুমতি ছাড়া প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ধরনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

Must read

প্রতিবেদন : দু’দিন বিরতির পরে সোমবার ফের রাজ্য বিধানসভার বর্ধিত অধিবেশন বসতে চলেছে। সকালে প্রশ্নোত্তর পর্বের পরে অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপরে দেড় ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে। এর মাঝে বিরতিতে আগামী দিনে অধিবেশনের কর্মসূচি স্থির করতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন-অভিষেকের প্রতিশ্রুতি পালন, বকেয়া টাকা দিল তৃণমূল

পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় নবনির্মিত একটি প্রদর্শনীশালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়ের প্রেক্ষিতে রাজ্য বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয়োৎসবে শামিল হয়ে শাসকদল এবং স্পিকারকে বিড়ম্বনায় ফেলতে পারেন বিরোধী দলনেতা। স্পিকারের নির্দেশ অমান্য করেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে স্পিকার সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতাকে। এরই মধ্যে বিধানসভায় বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেন। এই অভিযোগে এরই মধ্যে একাধিক বিজেপি বিধায়ককে তলব করেছে পুলিশ।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের সামনে ভাটিকা, আই লিগে আজ অভিযান শুরু কিবুর দলের

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা চত্বরে অনুমতি ছাড়া প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ধরনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই ধরনের কোনও কর্মসূচি গ্রহণের আগে তাঁর কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে তবেই বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি করা যাবে।

Latest article