সংবাদদাতা, তমলুক : পূর্ব মেদিনীপুরের তমলুকের রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা তারক জানাকে বেধড়ক মারধর করল বিজেপির গুন্ডাবাহিনী। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তমলুকের রাধামণি টোল প্লাজার কাছে ঘটনাটি ঘটে। বাঁশ, রড, জুতো দিয়ে রীতিমতো রাস্তায় ফেলে একা তারক জানাকে নৃশংসভাবে বিজেপি কর্মী-সমর্থক ও নেতারা মারধর করে। তাঁর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। টোল প্লাজার কাছ থেকে মারতে মারতে অনেকটা পথ নিয়ে যাওয়া হয়। ছুটে পালিয়ে গিয়েও রেহাই পাননি তারক।
আরও পড়ুন-জনস্বার্থ মামলা
রীতিমতো মার মার শব্দে তাড়া করে ফের তাঁকে লাঠি, লাথি, ঘুসি ও জুতোর মারে কার্যত আধমরা করা হয়। স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর এই তৃণমূল কংগ্রেস নেতাকে গুরুতর অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারক জানার অপরাধ কী ? হলদিয়ার বিজেপি বিধায়ক নবান্ন অভিযানের জন্য দলবল নিয়ে সাঁতরাগাছির দিকে যাচ্ছিলেন। সেই সময় তমলুকের রাধামণি টোল প্লাজার কাছে তাঁরা পুলিশি বাধায় আটকে যান। সেই সময় বিজেপি কর্মী-সমর্থক ও নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পোস্টারকে রাস্তায় ফেলে ও ছিঁড়ে দিয়ে হইহল্লা, উল্লাস করতে থাকে।
আরও পড়ুন-রেলের আশ্রয় থেকে পুলিশকে আক্রমণ বিজেপির
সেই সময় সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তারক জানা। তিনি মুখ্যমন্ত্রীর পোস্টার, ছবিকে এভাবে অবমাননা করার প্রতিবাদ করেন। আর এই অপরাধে তাঁকে বিজেপি কর্মী- সমর্থকরা প্রথমে হেনস্তা তারপর বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত জেলা পুলিশ এসে মারমুখী বিজেপি কর্মী-সমর্থকদের হাত থেকে কোনওরকমে তৃণমূল নেতা তারক জানাকে উদ্ধার করে। জেলা তৃণমূল কংগ্রেস নৃশংসভাবে তারক জানাকে মারধরের তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করেছে জেলা পুলিশ।