জনস্বার্থ মামলা

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছেন। মামলাটি দ্রুত শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Must read

নবান্ন অভিযানের নামে কলকাতা, হাওড়া ও শহরতলির বিভিন্ন এলাকায় বিজেপি তাণ্ডব চালাল। এর জেরে বিক্ষিপ্তভাবে জনজীবন বিপর্যস্ত হয়। বহু মানুষ দূরপাল্লার ট্রেন ধরতে পারেননি। অনেক রাস্তা বন্ধ থাকায় রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স হাসপাতালে পৌঁছতে পারেনি। বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে বিভিন্ন রাস্তা আটকে দেয়।

আরও পড়ুন-রেলের আশ্রয় থেকে পুলিশকে আক্রমণ বিজেপির

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, জনজীবনকে বিপর্যস্ত করে কোনও রাজনৈতিক আন্দোলন করা যাবে না। এইসব তথ্য তুলে ধরে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা হল। মামলাকারী কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। এই জনস্বার্থ মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছেন। মামলাটি দ্রুত শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Latest article