সংবাদদাতা, বনগাঁ : যত দিন গড়াচ্ছে, বিজেপির (BJP) ছন্নছাড়া দশা ততই প্রকট। দুর্দিনে দলের পাশে থাকা নেতা-কর্মীরাও পুরভোটের মুখে নানা ইস্যুতে বিক্ষুব্ধ। জেলায় জেলায় জ্বলছে ক্ষোভের আগুন। যা ছড়াল বনগাঁতেও। দলের প্রতি তীব্র অসন্তোষে পদত্যাগ করলেন বিজেপি প্রার্থী। শুধু তিনিই নয়, ক্ষোভে ইস্তফা দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা ওবিসি সেলের সাধারণ সম্পাদক। তিনি ওই প্রার্থীরই পুত্র। বিজেপির তালিকায় নাম থাকা সত্ত্বেও মঙ্গলবার সরে দাঁড়ালেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপ্না মিত্র (Swapna Mitra) । তাঁর অভিযোগ, সোমবার রাতে দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে চড়াও হয়। বারবার নেতা-কর্মীদের জানানোর পরেও বিজেপির পক্ষ থেকে কেউ আসেনি। এমনকী তাঁদের কেউ খোঁজও নেয়নি। এর জন্য গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন তিনি। তাঁর দাবি, দলের মধ্যে এত নোংরামি থাকলে রাজনীতি করা যায় না। ফলে তিনি প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে নেতৃত্বকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একই কারণ দেখিয়ে স্বপ্না মিত্রের ছেলে সৈকত মিত্রও বনগাঁ জেলা বিজেপির ওবিসি সেলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার মন্তব্য, ‘‘১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর বিষয়ে আমার কিছু জানা নেই। তবে ১৫ এবং ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করা হচ্ছে।’’
আরও পড়ুন: দলের অনুমোদন ছাড়া পদক্ষেপ নয়, নির্দলে হুঁশিয়ারি সায়নীর