ত্রিপুরায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপির তাণ্ডব, ভাঙচুর

Must read

শারদোৎসবের মধ্যেও ত্রিপুরায় বিজেপির বর্বরোচিত আক্রমণের শিকার তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গভীররাতে ত্রিপুরার ধর্মনগরের দলীয় কার্যালয়ে যথেচ্ছ ভাঙচুর তাণ্ডব চালায় বিজেপির হার্মাদরা।

গত ৭ আগষ্ট এই কার্যালয়েই আক্রমণ চালানো হয়েছিল। এবারে ভাঙচুরের পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার, ফেস্টুন ছিড়ে দেওয়া হয়েছে। দলীয় পতাকাও ছেড়া হয়েছে।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মহাঅষ্টমীর শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে। প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। ক্রমশ বিজেপির জনভিত্তি কমছে। মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই তৃণমূল কংগ্রেসের ওপর এধরনের আক্রমণ চালাচ্ছে। ওরা ভাবছে এভাবে হামলা-মামলা করে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখবে। বিজেপি যদি এটা ভেবে থাকে তাহলে ভুল করছে। পুজো শেষ হলে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ আন্দোলন করবে। আইন অমান্য আন্দোলনও হবে।

ত্রিপুরার পুলিশ-প্রশাসন দলদাসে পরিনত হয়েছে। এত কিছু ঘটছে কিন্তু পুলিশ কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না। আসলে মুখ্যমন্ত্রী নিজে যেখানে প্রকাশ্যে নিজে যেখানে আইন-আদালত নিয়ে ছিনিমিনি খেলেন সেরাজ্যের পুলিশ- প্রশাসন কি করতে পারে তা সহযেই অনুমেয়। সংযোজন সুবল ভৌমিকের।

Latest article