বেলুড়ে পূজিত হল ৫ বছরের “কুমারী” শরণ্যা

Must read

নিজেদের প্রথা মেনে বেলুড় মঠে আজ, বুধবার মহাষ্টমীর পুজোর আয়োজন করা হয়। এরপর শুরু হয় মহাষ্টমীর পুজো। ঠিক সকাল ৯টায় শুরু হয় কুমারী পুজো। এবারের বেলুড়ে কুমারী রূপে পূজিত হচ্ছেন বাবা সোমশেখর চক্রবর্তী এবং মা শ্বেতশ্রী চক্রবর্তীর কন্যা শরণ্যা চক্রবর্তী।

মঠ সন্ন্যাসীদের কোলে করে মণ্ডপে প্রবেশ করে ছোট্ট শরণ্যা। বছর পাঁচেকের ওই কুমারীকে উমা রূপে পুজো করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কুমারীর মুখেও ছিল মাস্ক।

১৯০১ সালে বেলুড় মঠে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ শ্রীমা সারদার উপস্থিতিতে একযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো রীতি ও প্রথা মেনে খুব নিষ্ঠার সঙ্গে মহাষ্টমীর দিন কুমারী পূজা পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷

প্রতি বছর এই দিনে সকাল থেকে বেলুড় মঠে কুমারী প্রচুর ভক্ত ও দর্শনাথীর সমাগম হয়। কিন্তু মহামারির জন্য গত বছরের মতো এ বছরও ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ।

Latest article