বিজেপির বিরোধিতায় সাগরে সেতু হচ্ছে না

এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতু তৈরির ঘোষণার পর সাগর, কাকদ্বীপের মানুষ আশায় বুক বাঁধছেন। ভরসা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘোষণায়।

Must read

সুস্মিতা মণ্ডল, সাগর: কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর থেকে জানিয়ে দিলেন, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু রাজ্য সরকার তৈরি করবে। কারণ এই সেতু তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে বারেবারে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্য বিজেপির একাংশের বিরোধিতার কারণে কেন্দ্র আজও সেতু তৈরির বিষয়টি নিয়ে কোন উচ্যবাচ্য করেনি।

আরও পড়ুন-শ্রীলঙ্কার আত্মীয়দের জন্য উদ্বিগ্ন অ্যান্ড্রুজ পল্লির চাঁদনি

কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর ওপর এই সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। কারণ মুড়িগঙ্গা নদীর নাব্যতা কমার জন্য বছরভর ড্রেজিং করার পরেও দিনভর ভেসেল পরিষেবা চালানো যায় না। জোয়ার-‌ভাটার ওপর নির্ভর করে ভেসেল যাতায়াত করে। ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়। সাগর ব্লকে প্রায় ২ লক্ষ মানুষের বাস। এছাড়া কপিলমুনি মন্দির থাকায় মকর সংক্রান্তিতে ৫০ লক্ষ মানুষ এই দ্বীপে আসেন। বছরভর পুণ্যার্থীরা আসেন। সেজন্য এই সেতু অপরিহার্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার শুরুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গঙ্গাসাগর এসেছিলেন। গঙ্গাসাগরে এসে পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু ভোটে হারার পর কোনও প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতু তৈরির ঘোষণার পর সাগর, কাকদ্বীপের মানুষ আশায় বুক বাঁধছেন। ভরসা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘোষণায়।

Latest article