সংবাদদাতা, দুর্গাপুর : ভোট চলাকালীন বিজেপি ও সিপিএম হার্মাদদের পূর্ব পরিকল্পিত হামলার শিকার তিন তৃণমূল নেতা-কর্মী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কাঁকসা ব্লকের অযোধ্যা, বনকাটি এলাকার বাসিন্দা আক্রান্ত চার তৃণমূল নেতা-কর্মীর মধ্যে গ্রাম পঞ্চায়েতের এক প্রার্থীও রয়েছেন।
আরও পড়ুন-ভারী বর্ষণ উত্তরে, দক্ষিণে গরমের অস্বস্তি অব্যাহত
রবিবার মহকুমা হাসপাতালে আসা তিন তৃণমূল কর্মীর আত্মীয়রা গতকালের বীভৎস ঘটনার বিবরণ দিতে গিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে ঝরঝর করে কেঁদে ফেলেন। এঁদের মধ্যে বনকাটি পঞ্চায়েতের ২০ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সঞ্জয় অধিকারীর পরিবারের সদস্যরা বলেন, শনিবার সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবেই চলছিল ভোট। গ্রামের বেশ কয়েকজন প্রবীণ মানুষের সঙ্গে বসে তাঁরা হালকা মেজাজে গল্প করছিলেন ভোটকেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে। হঠাৎই সিপিএম ও বিজেপির ৩০-৩৫ জন গুন্ডা রড, লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। অমানুষিকভাবে তাঁদের মারতে থাকে হার্মাদরা।
আরও পড়ুন-তমলুক শহরের সভাপতির ওপর হামলা, সরব তৃণমূল কংগ্রেস
সঞ্জয় অধিকারী ছাড়াও রামচন্দ্র মণ্ডল ও বুদ্ধদেব রায় নামে অপর দুই তৃণমূল কর্মীকে বাঁশ ও রড দিয়ে মাথায় মারা হয়। রামচন্দ্রবাবুকে করাত দিয়ে কোপানোও হয়েছে। আরও পাঁচ তৃণমূল নেতা-কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় বীরভূমের ইলামবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তাঁরা। এদিন দুর্গাপুর মহকুমা হাসাপাতালে আশঙ্কাজনক অবস্থায় থাকা তিনজনেরই সিটি স্ক্যান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে।