সরযূ নদীতে নৌকাডুবি, মৃত ২, নিখোঁজ ৭

গত ১৪ সেপ্টেম্বর মুজাফ্ফরপুর জেলায় বাগমতী নদীতে একটি নৌকা ডুবে যায়। জানা গিয়েছিল, ১৫টির বেশি শিশু সহ ডুবে যায় সেই নৌকাটি।

Must read

বুধবার সন্ধেবেলা বিহারের (Bihar) সরণ জেলায় সরযূ নদীতে হঠাৎ করেই ডুবে গেল নৌকা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। নিখোঁজ আরও ৭ জন। ঘটনার কথা জানাজানি হতেই প্রশাসনের তরফে রাতভর উদ্ধারকাজ (Rescue Operation) চালানো হয়েছে ।

আরও পড়ুন-যে প্রশংসিত, সে-ই অভিযুক্ত!

সূত্রের খবর, বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বিহারের সরণ জেলার মাতিয়ার ঘাট থেকে ১৮ জন যাত্রীকে নিয়ে নৌকাটি ছাড়ে। নদীর মাঝে পৌঁছে হঠাৎ বেসামাল হয়ে উল্টে যায় নৌকাটি। নৌকায় থাকা ৯ জন যাত্রী কোনওমতে মাঝ নদী থেকে সাঁতরে নদীরে তীরে পৌঁছে যায়।,কিন্তু ৯ জন ফিরতে পারেননি। উদ্ধারকাজ শুরু করলে ২ মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিখোঁজ ৭ জন।

সরণ জেলার জেলাশাসক আমন সমীর এই বিষয়ে বলেন, “সন্ধে সাড়ে ৬টা নাগাদ সরযূ নদীতে ১৮ জন যাত্রীকে নিয়ে ডুবে যায় একটি নৌকা। স্থানীয় বাসিন্দারা খবর দিয়েছিলেন তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে ডুবুরি নামানো হয়েছে। মৃতদের চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন-ঘুরে আসুন চিসাং

প্রশাসনের এক আধিকারিক এই বিষয়ে জানান, যে সাতজন যাত্রী নিখোঁজ, তাঁরা হয়তো ডুবে গিয়েছেন। বাঁচার আশা নেই। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া অবধি সরকারিভাবে কোনরকম ঘোষণা করা হবে না। উল্লেখ্য, বিহারে কিছুদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নৌকাডুবির ঘটনা ঘটল। গত ১৪ সেপ্টেম্বর মুজাফ্ফরপুর জেলায় বাগমতী নদীতে একটি নৌকা ডুবে যায়। জানা গিয়েছিল, ১৫টির বেশি শিশু সহ ডুবে যায় সেই নৌকাটি।

Latest article