প্রতিবেদন : পুজোর আগেই রাজ্যের সমস্ত যোগ্য প্রাপককে কোভিড টিকার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে। নবান্নে আগামীকাল রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরোহিত্যে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব সহ দফতরের অন্যান্য আধিকারিক, সব জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ছয় কোটির বেশি মানুষ প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন যার মধ্যে ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজারের মতো মানুষ বুস্টার ডোজ (Booster Dose) নিয়েছেন। বাকি ৫ কোটির বেশি মানুষের এখনও পর্যন্ত এই বুস্টার ডোজ বকেয়া রয়েছে। তাঁরা যাতে পুজোর আগেই বুস্টার ডোজ পান তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা কর্মীদের এই কাজে নিযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের দেওয়া টাকা সেপ্টেম্বর মাসের মধ্যে নির্দিষ্ট খাতে খরচ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আশা কর্মীদের নিয়োগের প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ করতে হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে জেলাগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা করে সেপ্টেম্বর মাসের মধ্যেই যাতে বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করা যায় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয় বলেই সূত্রের খবর। এর আগেও মুখ্যসচিব করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করার সময় বুস্টার ডোজ ৩১ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেন। তারপরেও একাধিক জেলায় ডোজ নেওয়ার আগ্রহ তেমন একটা দেখা যায়নি বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে জেলাগুলি যাতে নির্দিষ্ট পরিকল্পনা করে প্রচার কর্মসূচির মাধ্যমে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা বাড়াতে পারে, তার জন্যই এই দিনের বৈঠকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: তিরিশ সেকেন্ডের টর্নেডোয় তছনছ ৫০ বাড়ি