প্রয়াত তারকা ফুটবলার সমর (বদ্রু) ব্যানার্জি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত তারকা ফুটবলার সমর (বদ্রু) ব্যানার্জি। তিনি ময়দানে বদ্রু বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

Must read

প্রয়াত তারকা ফুটবলার সমর (বদ্রু) ব্যানার্জি। তিনি ময়দানে বদ্রু বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ রোগভোগের পরে শুক্রবার রাতে ২টো ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শরীরে বাসা বেঁধেছিল কোভিড। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে তাঁর নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল চতুর্থ স্থান অধিকার করেছিল। তাঁর জন্ম ১৯৩০ সালে হাওড়ার বালিতে। ফুটবল খেলা ছাড়া পড়াশোনাতেও যথেষ্ট ভাল ছিলেন তিনি। ডাক্তারি পড়ার সুযোগও পেয়েছিলেন প্রাক্তন ফুটবলার। আরজি করে ডাক্তারি পড়তে গিয়েছিলেন।

আরও পড়ুন-রাজীব গান্ধীর জন্মদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা নিবেদন

আজ তাঁর মৃত্যুতে শোকার্ত ক্রীড়ামহল। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যা:
১৬০/আইসিএ/ এনবি
তারিখ: ২০/৮/২০২২

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

তারকা ফুটবলার সমর (বদ্রু) ব্যানার্জির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি ১৯৫৬ সালে মেলবোর্নে সামার অলিম্পিকসে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এছাড়া মোহনবাগান, বালি প্রতিভা ক্লাব, বেঙ্গল নাগপুর রেলওয়ে দলেও খেলেছিলেন। অংশ নিয়েছেন ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, রোভার্স কাপে। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৬-১৭ সালে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে।

তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল।

আমি সমর (বদ্রু) ব্যানার্জির পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন টুইট করেও শোকবার্তা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।তিনি লেখেন, ‘বিখ্যাত ফুটবলার ও অসাধারণ ক্রীড়াবিদ সমর ব্যানার্জির মৃত্যুতে শোকাহত। ২০১৬-১৭ সালে GoWB তাঁকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে ভূষিত করে। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি অনেকের অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাবেন।’

 

 

Latest article