কেন্দ্রের চিন্তনশিবিরে যাচ্ছেন না স্বরাষ্ট্রসচিব

Must read

প্রতিবেদন : হরিয়ানার সুরজকুণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিন্তনশিবিরে পশ্চিমবঙ্গ থেকে স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা (B P Gopalika) এবং ডিজি মনোজ মালব্য যাচ্ছেন না। তাঁদের পরিবর্তে রাজ্য প্রশাসন থেকে পাঠানো হচ্ছে এডিজি হোমগার্ড নীরজ সিংকে। দিল্লি থেকে রাজ্যের রেসিডেন্সিয়াল কমিশনার আর ডি মিনাও যোগ দেবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দ্বিতীয়দিন প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা। এই বৈঠকের পোশাকি নাম চিন্তনশিবির। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গে স্বরাষ্ট্রসচিব ও ডিজিরও যাওয়ার কথা ছিল। কিন্তু এই সময় ভাইফোঁটা, ছটপুজোর মতো উৎসব রয়েছে। এই সময়ে মুখ্যমন্ত্রীর পক্ষে রাজ্য ছেড়ে যাওয়া সম্ভব না। এই একই কারণে যেতে পারছেন না স্বরাষ্ট্রসচিব ( B P Gopalika) ও ডিজি। তবে রাজ্যের তরফ থেকে প্রতিনিধি হিসেবে এডিজি হোমগার্ড এবং রেসিডেন্সিয়াল কমিশনার উপস্থিত থাকবেন।
এই শিবিরের প্রধান আলোচ্য বিষয় হল স্বাধীনতার শতবর্ষে ভিশন ২৪৭, সাইবার ক্রাইম, পুলিশ বাহিনীর আধুনিকরণ, অপরাধীদের বিচারের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা। এর পাশাপাশি মহিলা সুরক্ষার বিষয়েও আলোচনা হবে। হোমগার্ড, সিভিল ডিফেন্স, অগ্নিসুরক্ষা, মাদক পাচার, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-বাংলার কায়দাতেই কেরল সরকারকেও জ্বালাচ্ছেন রাজ্যপাল

Latest article