নস্টালজিক কফি হাউস, কফি ও আড্ডার সুযোগটা হাতছাড়া করলেন না ব্রাত্য বসু -কুণাল ঘোষ

চরম ব্যস্ততার মাঝেও কফি হাউজের সাময়িক আড্ডায় যে নস্টালজিক ব্রাত্য-কুণাল, সেটা তাঁদের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল।

Must read

সমবয়সী দুই বন্ধু। দীর্ঘদিনের বন্ধুত্ব। মিলনক্ষেত্র রাজনৈতিক আঙিনা। একই সঙ্গে কাজ। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী। অপরজন শাসক দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক। রাজনীতি ছাড়াও দু’জনেই লেখালেখি করেন, সাহিত্য চর্চা করেন। একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক তো অন্যজন প্রতিষ্ঠিত সাংবাদিক। আজ কফি হাউসে এক অনুষ্ঠানে মুখোমুখি ব্রাত্য বসু, কুণাল ঘোষ। দুই অভিন্ন হৃদয় বন্ধু।

আরও পড়ুন-‘এক ডাকে অভিষেক’-এ ফোন: ফালাকাটায় বহুদিনের সমস্যা সমাধানে খুশি স্থানীয়রা

সোমবার ব্রাত্য বসুর একটি বইয়ের আত্মপ্রকাশ ও “বর্ষা মঙ্গল বই মহোৎসব”-এর সূচনায় কলেজ স্ট্রিট বইপাড়ায় এসেছিলেন। মূল অনুষ্ঠান শেষে শত ব্যস্ততার মাঝে নস্টালজিক কফি হাউস, কফি ও কিছুক্ষণের আড্ডার সুযোগটা হাতছাড়া করলেন না ব্রাত্য-কুণাল। সটান ঢুকে পড়লেন কফি হাউজের প্রথমতলার কফির আড্ডায়। চুটিয়ে আড্ডা মারলেন প্রায় আধঘন্টা। খোশমেজাজে গল্প, হাসি, ঠাট্টায় মাতলেন তাঁরা।

আরও পড়ুন-কলেজ স্ট্রিট কফি হাউসে “বর্ষা মঙ্গল বই মহোৎসব”, দুই বাংলার বইয়ের মিলনক্ষেত্র

কফি খেতে খেতে বিভিন্ন বয়সী মানুষের সেলফির আবদার মেটালেন। চরম ব্যস্ততার মাঝেও কফি হাউজের সাময়িক আড্ডায় যে নস্টালজিক ব্রাত্য-কুণাল, সেটা তাঁদের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল।

Latest article