‘এক ডাকে অভিষেক’-এ ফোন: ফালাকাটায় বহুদিনের সমস্যা সমাধানে খুশি স্থানীয়রা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) জন্য কিছুদিন আগেই এই কর্মসূচি চালু হয়।

Must read

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) জন্য কিছুদিন আগেই এই কর্মসূচি চালু হয়। সেখানে ফোন করেই সমস্যা মিটল আলিপুরদুয়ারে (Alipurduwar) ফালাকাটার। ৪৫ দিন বিদ্যুৎ ছিল না আলিপুরদুয়ারের ফালাকাটার ছোটশালকুমারের। অনেক চেষ্টা করেও সমস্যা মিটছিল না। এরপরেই বাসিন্দারা ফোন করেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর চালু করা কর্মসূচি ‘এক ডাকে অভিষেক’-এ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার সারিয়ে, তার জুড়ে বিদ্যুৎ পরিষেবা চালু করেন অভিষেকের সৈনিকরা। কমপক্ষে ২০০০ পরিবার এর ফলে খুশি ।

আরও পড়ুন-কলেজ স্ট্রিট কফি হাউসে “বর্ষা মঙ্গল বই মহোৎসব”, দুই বাংলার বইয়ের মিলনক্ষেত্র

বরাবরই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষের পাশে থাকেন তৃণমূল সাংসদ। করোনা হোক বা আমফান, ইয়াস- ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন অভিষেক। করোনা (Corona) নিয়ন্ত্রণে লোকসভা কেন্দ্রে তাঁর পদক্ষেপ রীতিমতো দৃষ্টান্ত হয়ে ওঠে। লকডাউনের সময় রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন পিছিয়েপড়া স্থানীয় বাসিন্দাদের দরজায়। কিছুদিন আগেই অভিনব কর্মসূচি গ্রহণ করেন তিনি- ‘এক ডাকে অভিষেক’। এই কর্মসূচি-তে 7887778877 হেল্পলাইন নম্বর (Helpline Number)-এ ফোন করে সমস্যা জানালে মিলবে সুরাহা। তবে, অভিষেক নিজেই জানান, অন্য কোথাও সমস্যা হলেও, তার জন্য ফোন করা যাবে। সেই মতোই ফালাকাটার বাসিন্দারা ‘এক ডাকে অভিষেক’-এ কল করেন। চব্বিশ ঘণ্টার মধ্যে আঁধার কেটে আলোকিত হয় এলাকা। হাসি ফোটে এলাকাবাসীর মুখে। তৃণমূল সাংসদকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই তাঁদের।

Latest article