নেইমারের চাপ কমাবে নতুন প্রজন্ম : তিতে

Must read

রিও ডি জেনেইরো: জাতীয় দলে এক ঝাঁক তরুণ ফুটবলারের উত্থানে উচ্ছ্বসিত তিতে (Tite)। নভেম্বরে কাতার বিশ্বকাপের আগে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স ভরসা দিচ্ছে ব্রাজিল কোচকে। তিতে বলে দিচ্ছেন, নতুন প্রজন্ম নেইমারের উপর থেকে চাপ কমিয়ে দেবে।

তরুণদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, বার্সেলোনার রাফিনহা, টটেনহ্যাম হটস্পারের রিচার্লিসন, নিউক্যাসেল ইউনাইটেডের ব্রুনো গুইমারেসরা দাপুটে ফুটবল খেলছেন। তারুণ্যে ভরা ব্রাজিল দলের গড় বয়সই এখন ২৫। বিশ্বকাপের আগে তরুণ প্রজন্ম স্বস্তি দিচ্ছে তিতেকে। কারণ, ৩০ বছরের সুপারস্টার নেইমারকে এতদিন ধরে অনেক চাপ নিয়ে খেলতে হয়েছে। তিতে মনে করছেন, অধিনায়কের উপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দেবে তরুণরা।

আরও পড়ুন: রুপো জিতে নীরজের ইতিহাস

তিতে (Tite) বলেছেন, ‘‘আমি মনে করি, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নেইমারের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে আমাদের দলের তরুণ ফুটবলাররা। একদিন নেইমার আমাকে হাসতে হাসতে বলল, ‘কোচ, এই ছেলেরা উঠে আসছে দেখে ভাল লাগছে। এটা তো আপনার জন্য ভাল মাথাব্যথা, সম্ভব হলে সবাইকেই মাঠে নামিয়ে দিন।’ নেইমার কিন্তু কথাগুলো মজা করে বলেনি। এটাই বাস্তব। আমরা ম্যাচেও তার প্রতিফলন দেখতে পাচ্ছি।’’

Latest article