৯৬ বছর বয়সে প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার দীর্ঘ অসুস্থতার পর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি মারা গিয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে রাজ্ করেছিলেন তিনি। বাকিংহাম প্রাসাদ একটি বিশেষ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘বৃহস্পতিবার দুপুরে বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন রানি।’ জানা গিয়েছে শুক্রবার তাঁর দেহ লন্ডনে নিয়ে আসা হবে।
আরও পড়ুন-এআইটিটি পরীক্ষায় বাংলার বড় সাফল্য
বৃহস্পতিবার সকালে রানির শরীরের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন তিনি। খবর পেয়েই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ পরিবারের সদস্যরা। নেটমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস-সহ মন্ত্রী এবং সারা বিশ্বের রাজনীতিক, ধর্মীয় নেতারা।
আরও পড়ুন-রোডম্যাপ, যুব ফুটবলে জোর কল্যাণের
গত বছর অক্টোবর থেকেই শরীর ভাল ছিল না রানির। ভাল ভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। বৃহস্পতিবার তাঁর অসুস্থতার খবর পেতেই বালমোরাল প্রাসাদে ছোটেন চার ছেলে-মেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও চলে আসেন। আমেরিকা থেকে এসেছেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান।
আরও পড়ুন-ফেসবুক লাইভে গুলি, হত ৩
এই মর্মে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে জানান, ‘আমি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবার এবং যুক্তরাজ্যের জনগণের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। দীর্ঘতম রাজত্বকারী ব্রিটিশ শাসক তার স্বর্গীয় আবাসে চলে যাওয়ার সাথে সাথে একটি যুগের অবসান ঘটে।’
I express my condolences to the British Royal family and the people of the United Kingdom on the passing of Her Majesty Queen Elizabeth II.
An era comes to an end as the longest reigning British monarch leaves for her heavenly abode.
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2022