এআইটিটি পরীক্ষায় বাংলার বড় সাফল্য

দশ হাজারের বেশি প্রার্থী সফল হয়েছেন। শতাংশের হিসাবে বাংলার পাশের হার ৯৭.৮ শতাংশ, যেখানে জাতীয় গড় ৮৮.৭ শতাংশ।

Must read

প্রতিবেদন : বাংলার মুকুটে আরেক সাফল্যের পালক। অল ইন্ডিয়া ট্রেড টেস্টে (এআইটিটি) পাশের হারে পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে।

আরও পড়ুন-রোডম্যাপ, যুব ফুটবলে জোর কল্যাণের

দশ হাজারের বেশি প্রার্থী সফল হয়েছেন। শতাংশের হিসাবে বাংলার পাশের হার ৯৭.৮ শতাংশ, যেখানে জাতীয় গড় ৮৮.৭ শতাংশ। কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট অফ ট্রেনিং এই এআইটিটি পরিচালনা করে সিবিটি পরীক্ষার মাধ্যমে। ৭৬টি পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয় পরীক্ষার্থীদের। রাজ্যের এই সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। সুখবরটি দেওয়ার পাশাপাশি নিজের ট্যুইটারে বলেছেন, সাফল্যের এই ধারাকে অব্যাহত রাখতে হবে।

Latest article