দলের অন্দরে সংঘাতের জেরেই কি কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিএস ইয়েদুরাপ্পার?

Must read

গত রবিবার বিএস ইয়েদুরাপ্পার ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মাত্র দু’বছরের মাথায় কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা। তবে ইয়েদুরাপ্পার ইস্তফার পর কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন-রণকৌশল নির্ধারণে সোম-সকালেই রাজধানীতে অভিষেক, সংসদের মিটিং রুমে তৃণমূলের বৈঠক

ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর, দলের অন্দরে ব্যাপক সংঘাতের জেরেই সোমবার ইস্তফা দিতে কার্যত বাধ্য হয়েছেন বিএস ইয়েদুরাপ্পা। তাঁর পদত্যাগের পর এবার কোনো দলিত সম্প্রদায়ের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে। ‌ আর এই তালিকায় উঠে আসছে একাধিক নাম। বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদের বসার জন্য দু’জনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন বর্তমানে কেন্দ্রীয় কয়লা ও খনন মন্ত্রী প্রহ্লাদ জোশি ও কর্নাটকের খনন মন্ত্রী এম আর নিরানী। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের।

আরও পড়ুন-কার্গিল দিবস স্মরণে বীর সেনাদের শ্রদ্ধা মমতার

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে দলীয় কোন্দল তীব্র আকার নিয়েছিল। বিএস ইয়েদুরাপ্পা বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়েছে উঠেছিলেন মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও দলীয় নেতৃত্বরা। এহেন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। অবশেষে কার্যত চাপের মুখে পরেই ইস্তফা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

Latest article