প্রতিবেদন : মোদি জমানায় শিক্ষাখাতে সরকারি বরাদ্দ ক্রমশ কমছে৷ সংসদে তৃণমূল কংগ্রেসের প্রশ্নে তা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে প্রশ্ন রাখেন, ২০২০-২১ অর্থবর্ষে শিক্ষামন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ ৯৯৩১২ কোটি টাকা থেকে কমিয়ে কি ৮৫০৮৯ কোটি টাকা করা হয়েছে? অর্থাৎ শিক্ষা মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ কি প্রায় ১৪ শতাংশ কমানো হয়েছে? সংশ্লিষ্ট অর্থবর্ষে শেষ পর্যন্ত কী পরিমাণ অর্থ খরচ হয়েছে?
আরও পড়ুন-বিরাট-বিতর্কে সৌরভকে একহাত কর্নেলের
প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার শেষ চার বছরে মন্ত্রকের জন্য কী পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সংশোধন করে কী পরিমাণ বরাদ্দ করা হয় তা উল্লেখ করতে গিয়ে সংসদে স্বীকার করে নেন, ২০২০–২১ অর্থবর্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বরাদ্দকৃত বাজেট ১৪.৩২ শতাংশ কমানো হয়েছে৷ মন্ত্রীর পেশ করা পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০১৭–১৮, ২০১৮–১৯, ২০১৯–২০ এবং ২০২০–২১ অর্থবর্ষে শিক্ষাখাতে সংশোধিত বরাদ্দের পরিমাণ থেকে অনেক কম টাকা খরচ করা হয়৷
আরও পড়ুন-গোয়ায় গাত্রদাহ! আপের কথায় গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস
একদিকে বাজেট-বরাদ্দ থেকে কম টাকা সংশোধিত বরাদ্দ হিসেবে দেখানো হয় এবং অন্যদিকে প্রকৃত খরচ সেই বরাদ্দের থেকেও অনেক কম হয়৷ শিক্ষামন্ত্রক সূত্রে সংসদে প্রতিটি অর্থবর্ষে শিক্ষাখাতে বাজেট-বরাদ্দের পাশাপাশি সংশোধিত বরাদ্দ এবং প্রকৃত খরচের যে চিত্র তুলে ধরা হয়েছে তা থেকেই এটা স্পষ্ট৷ শিক্ষাখাতে বরাদ্দ ও খরচের ক্ষেত্রে অনীহা প্রকট৷