আবার ধাক্কা খেল বিজেপি

ফের নির্বাচনী ময়দানে ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি৷ মঙ্গলবার বাংলায় কলকাতা পুরভোটে ভরাডুবি হয়েছে মোদি–শাহের দলের৷

Must read

প্রতিবেদন : ফের নির্বাচনী ময়দানে ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি৷ মঙ্গলবার বাংলায় কলকাতা পুরভোটে ভরাডুবি হয়েছে মোদি–শাহের দলের৷ এবার রাজস্থান৷ সেরাজ্যে চার জেলায় পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। অন্যদিকে জয় পেয়েছে কংগ্রেস৷ এই নির্বাচনে রাজস্থানের শাসক দল কংগ্রেস চার জেলাতেই পঞ্চায়েত সমিতির নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। এমনকী উল্লেখযোগ্য ভাল ফল করেছে নির্দল প্রার্থীরাও। বহুজন সমাজবাদী পার্টি ও সিপিএমও এবার বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছে।

আরও পড়ুন-শিক্ষায় বাজেট-বরাদ্দ কমেছে, সংসদে স্বীকার করল কেন্দ্র

রাজস্থানের চারটি জেলার মোট ৫৬৮টি আসনে নির্বাচন হয়েছিল। এর মধ্যে কংগ্রেস একাই ২৭৮টি দখল করেছে। মাত্র ১৬৫টি আসন পেয়েছে গেরুয়া দল। অর্থাৎ রাজস্থানের পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে মরুরাজ্যেও কংগ্রেসের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। এই নির্বাচনে নির্দল প্রার্থীরা ৯৭টি আসনে জয়ী হয়েছেন। এই নির্দল প্রার্থীরা বেশিরভাগই কংগ্রেসের সমর্থনপুষ্ট বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিরাট-বিতর্কে সৌরভকে একহাত কর্নেলের

এ ছাড়া বহুজন সমাজবাদী পার্টির ১৪ জন এবং সিপিএমের ১৩ জন প্রার্থী জয়লাভ করেছেন। বিজেপিকে হারিয়ে কংগ্রেসের দাবি, কৃষক আন্দোলনের সুস্পষ্ট প্রভাব পড়েছে এই নির্বাচনে। কৃষি আইনকে কেন্দ্র করে মোদি সরকারের চরম কৃষকবিরোধী মনোভাব দেশ ও রাজ্যের মানুষের কাছে স্পষ্ট৷ মূলত বিজেপির কৃষক ও দলিতবিরোধী মনোভাব এবং কেন্দ্রের লাগাতার জনবিরোধী নীতির ফল এই নির্বাচনে মানুষের রায়ে উঠে এসেছে৷

আরও পড়ুন-গোয়ায় গাত্রদাহ! আপের কথায় গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস

কংগ্রেসের দাবি, রাজ্যের চার জেলার ৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০টিতে তারা একার ক্ষমতায় এবং আরও কয়েকটিতে নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করবে। মুখ বাঁচাতে এই হারকে গুরুত্ব দিতে না চাইলেও বিজেপি নেতারা স্বীকার করছেন, কৃষি আইন বড়সড় রাজনৈতিক ক্ষতি করেছে৷

Latest article