ভয়াবহ বাস দুর্ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh Bus Accident) রেওয়া জেলায়। জব্বলপুর থেকে রেওয়া হয়ে প্রয়াগরাজ যাচ্ছিল বাসটি। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমানায় ৩০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন প্রাণ হারান, গুরুতর আহত আরও ৪০ জন। এই দুর্ঘটনায় মর্মাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: করোনার আরও একটা ঢেউ আসতে পারে, আশঙ্কা হু-র প্রধান বিজ্ঞানীর
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মধ্যপ্রদেশের (Madhya Pradesh Bus Accident) রেওয়াতে মর্মান্তিক দুর্ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।”
I am shocked and saddened by the tragic accident in Rewa, Madhya Pradesh.
I pray for the speedy recovery of the injured. My deepest condolences to the families and friends of those who lost their lives.
May they find strength in this time of sorrow.
— Mamata Banerjee (@MamataOfficial) October 22, 2022
দুর্ঘটনায় আহতরা তিয়ানতার সিভিল হাসপাতালে (Tiyantar Civil Hospital) চিকিৎসাধীন। জানা গিয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।