শীতের আগেই কলকাতার বাস ট্রাম হবে নীল সাদা

এবার কলকাতার বাস ট্রাম হতে পারে নীল সাদা।

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে সৌন্দর্যায়নের জন্য চারদিক হয়ে উঠেছে নীল সাদা। স্কুল কলেজ থেকে ফুটপাতের রেলিং নীল সাদা হয়ে উঠেছে। এবার কলকাতার বাস ট্রাম হতে পারে নীল সাদা। শীতের আগেই প্রস্তুতি শুরু হয়ে যাবে তবে এখন থেকেই তার তোড়জোড়ের খামতি নেই।

আরও পড়ুন-শ্লীলতাহানির মামলায় নওয়াজ পরিবারকে পুলিশের ক্লিনচিট

পরিবহণ দফতরের এই উদ্যোগে অর্থ দফতর অনুমোদন করেছে। কলকাতার রাস্তায় সিংহভাগ বাস এবার হবে নীল সাদা। সব মিলিয়ে ৭৭৫টি সরকারি বাসে নীল সাদা রং হবে বলে খবর। শুধু তাই নয়, ৬৫টি ট্রামকে নীল সাদা রঙে দেখা যাবে। শীতের মরসুমে কলকাতার রাস্তায় দেখা যাবে এই নীল সাদা বাস আর ট্রাম। সৌন্দর্য বৃদ্ধি করতে নকশাও থাকবে এই সব যানবাহনের গায়ে। নবান্নের তরফে সেই নকশার অনুমোদনও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-বন্ধুর কাছে পাঠালেন ২০০০, নিজের অ্যাকাউন্টে এল ৭৫৩ কোটি টাকা

যদিও বিরোধীরা আগেও নীল সাদা নিয়ে অনেকরকম কটাক্ষ করেছিলেন। তবে উন্নয়নের ক্ষেত্রে কর্ণপাত না করেই রাজ্য প্রশাসন এগিয়ে গিয়েছে নিজেদের কাজে এবং মানুষের তরফে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। সবমিলিয়ে, এবার কলকাতার রাস্তায় নীল সাদা বাস ট্রাম দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Latest article