শ্লীলতাহানির মামলায় নওয়াজ পরিবারকে পুলিশের ক্লিনচিট

২০২০ সালে নওয়াজউদ্দিন এবং তাঁর পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর মেয়েকে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন।

Must read

শ্লীলতাহানির (Molestation) মামলায় নওয়াজউদ্দিন (Nawaz Uddin Siddiqui) ও তাঁর পরিবারের ৪ সদস্যকে পুলিশ অবশেষে ক্লিনচিট দিল কিন্তু এই নিয়ে আপত্তি জানালেন ‘প্রাক্তন’ স্ত্রী আলিয়া সিদ্দিকী। মুজাফফরনগর পকসো আদালত আলিয়াকে ৭ অক্টোবর হাজিরা দেওয়ার কথা বলেছিল। এই নিয়ে অতিরিক্ত জেলা সরকারের কৌঁসুলি (ADGC) প্রদীপ বলিয়ান জানান, ‘এই মামলায় আলিয়া পুলিশ ক্লোজার রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সময় চেয়েছেন। আদালত আলিয়াকে তাঁর আবেদন জমা দেওয়ার জন্য ৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। যদি তিনি পুলিশ রিপোর্টে আপত্তি জানান, তাহলে আদালত পুনঃতদন্ত বা মামলা দায়েরের আদেশ দিতে পারে’। প্রসিকিউশন অনুসারে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাই মিনাজউদ্দিন ২০১২ সালে পরিবারের একজন নাবালক সদস্যকে শ্লীলতাহানি করেছিলেন, সেখানেই শেষ নয় অন্যরা নাকি তাকে সমর্থন করেছিলেন।

আরও পড়ুন-বন্ধুর কাছে পাঠালেন ২০০০, নিজের অ্যাকাউন্টে এল ৭৫৩ কোটি টাকা

২০২০ সালে নওয়াজউদ্দিন এবং তাঁর পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর মেয়েকে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের তালিকায় ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, তাঁর মা মেহরুন্নিসা তাঁর ভাই ফয়জুদ্দিন, আয়াজুদ্দিন এবং মিনাজউদ্দিন। গত ১৯সেপ্টেম্বর মামলার শুননি হয়েছিল । এরপর আদালত আগামী ৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিল। প্রসঙ্গত, আলিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বইতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল এবং ২০২০ সালে সেই মামলা মুজাফফরনগরের বুধনা থানায় স্থানান্তরিত হয়।

Latest article