শুভেন্দুর সভায় নিষেধাজ্ঞা হাইকোর্টের

Must read

শুভেন্দু অধিকারীর সভায় নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বুধবার ঘোষণা করেও বাঁকুড়ার কোতুলপুরে বিজয়া সম্মিলনীর সভা করতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা। এদিন মামলায় শুনানিতে বাঁকুড়ার পুলিশ সুপারের বক্তব্য শোনার পর সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সভার অনুমতি না দিলেও বিচারপতি জানিয়েছেন, ৪ নভেম্বর বা তারপর পুলিশ অনুমতি দিলে সভা করতে পারবে বিজেপি। পুলিশ সুপার আদালতকে জানান, ওই মাঠটি অনেক বড়। কিন্তু সেখানে ঢোকা ও বেরোনোর জন্য একটি মাত্র পথ। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হলে কে দায়িত্ব নেবে? জালিয়ানওয়ালাবাগের মতো পরিস্থিতি হলে তার দায়িত্ব কার? এরপর বিজেপির আইনজীবীর যুক্তির জবাবে বিচারপতি গত বছর ডিসেম্বরে আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচির প্রসঙ্গে টানেন। তিনি বলেন, ওখানে দুর্ঘটনা হয়েছিল। শিশুসুলভ আচরণ করবেন না। পুলিশের গ্রিন সিগন্যাল ছাড়া অনুমতি দেওয়া সম্ভব নয়। আপনারা কয়েক দিন পরে কর্মসূচি করুন। পুলিশকে চার দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তারা সভার অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেবে। তার পরেই সভা করা যাবে।

আরও পড়ুন- নয়া নীতিতে সঙ্কট, কেবল টিভি নিয়ে কেন্দ্রের নির্দেশিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Latest article