দিল্লি দাঙ্গা মামলায় শাহের পুলিশকে তিরস্কার আদালতের

Must read

২০২০ সালে নাগরিকত্ব (সিএএ) আইনকে কেন্দ্র করে ভয়াবহ দাঙ্গা চলে দিল্লিতে। সেই সংক্রান্ত মামলায় একাধিক অসংলগ্ন অভিযোগকে একত্রিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশকে (Delhi Police) তীব্র ভর্ৎসনা করল দিল্লির এক আদালত। অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি পুলস্ত্য প্রমাচলা’র পর্যবেক্ষণ, কোনও ভিত্তি ছাড়াই তদন্তের জন্য একাধিক অভিযোগ একত্রিত করা হয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সাফল্য, দুর্ঘটনাপ্রবণ রাজ্যের তালিকায় নেই বাংলা

নথিপত্র খতিয়ে দেখে আদালতের তরফে দিল্লি পুলিশের (Delhi Police) উদ্দেশ্যে কড়া সুরে জানানো হয়েছে, এই সমস্ত অভিযোগগুলিকে তখন সঠিকভাবে দেখা বা তদন্ত করা হয়নি। বিচারপতি জানান, “আমি দেখতে পেয়েছি অতিরিক্ত ১৯ টি অভিযোগ এই এফআইআরে ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, সম্পূর্ণ এবং সঠিকভাবে তদন্ত করা হয়নি।” জনৈক শোকিনের বাড়ি এবং দোকানে আগুন লাগানো ভিড়ের অংশ হিসাবে সন্দীপ কুমার নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু জিনিসপত্র ও গয়না কেড়ে নিয়ে ভাঙচুর এবং সম্পত্তি লুট করার অভিযোগ ছিল। আদালত সন্দীপ কুমারকে  বেকসুর খালাস করেছে। রায়ে উল্লেখ করা হয়েছে, তদন্তের সময় ঘটনাস্থলের নিকটবর্তী হওয়ার কারণে পুলিশ এই মামলার সাথে আরও ১৯টি অভিযোগ যুক্ত করেছিল। দিল্লি পুলিশের কঠোর সমালোচনা করে আদালতের রায়ে বলা হয়েছে, “বর্তমান ক্ষেত্রে, তদন্তের জন্য একটি এফআইআরে একাধিক অভিযোগ ভুলভাবে একসাথে নেওয়ার কারণে এবং এই জাতীয় সমস্ত অভিযোগের জন্য তদন্তের একটি সমন্বিত প্রতিবেদন দাখিল করার কারণে, অভিযোগকারীদের বিচার পাওয়ার গুরুত্বপূর্ণ অধিকারটি প্রয়োগ করা যায়নি।”

Latest article