মালদ্বীপের ছবি পোস্ট করে বয়কটের ডাক! হাস্যকর কাণ্ড কেন্দ্রীয় মন্ত্রীর

মালদ্বীপ-লাক্ষাদ্বীপ ইস্যুতে এই মুহূর্তে উত্তাল দেশ। মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন মন্ত্রী থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা।

Must read

প্রতিবেদন : মালদ্বীপের ছবি দিয়েই মালদ্বীপ বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী! মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপে যাওয়ার ডাক দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু যে পোস্ট করেন সেখানে মালদ্বীপ আর ফরাসি এক দ্বীপের ছবি! বিজেপি নেতার এই কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। বলা হচ্ছে, কোনটা মালদ্বীপ আর কোনটা লাক্ষাদ্বীপ, তা না জেনেই বাজার গরম করতে নেমেছেন মন্ত্রী। লাগাতার সমালোচনার মুখে শেষপর্যন্ত পোস্টটি মুছতে বাধ্য হলেন মন্ত্রীমশাই।

আরও পড়ুন-গতি নিয়ন্ত্রণে বিশেষ নীতি রাজ্যের

মালদ্বীপ-লাক্ষাদ্বীপ ইস্যুতে এই মুহূর্তে উত্তাল দেশ। মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন মন্ত্রী থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। বলিউড ও ক্রীড়াক্ষেত্রের বিশিষ্টরাও প্রচারে শামিল হয়েছেন। মালদ্বীপের তিন মন্ত্রীর ভারতবিরোধী মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিদেশমন্ত্রক। এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ-সহ ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতের ছবি দিয়ে মালদ্বীপের পরিবর্তে সেই জায়গাগুলিতে ভ্রমণের বার্তা দিয়ে প্রচার চলছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও তাতে শামিল হন। আর লাক্ষাদ্বীপের পক্ষে প্রচার শুরু করতে গিয়ে তিনি পোস্ট করেন মালদ্বীপ এবং ফ্রান্সের বোরাবরা দ্বীপের ছবি। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল হাস্যাস্পদ হতে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট বুম কিরেন রিজিজুর শেয়ার করা দুটি ছবিকে চেক করে জানিয়েছে, একটি ছবি মালদ্বীপের এবং অন্যটি ফ্রান্সের বোরা বোরা দ্বীপের। পরিস্থিতি বুঝে সেই ট্যুইট মুছে দেন বিজেপির শীর্ষ নেতা।

আরও পড়ুন-বাঙালি বিদ্বেষী, বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে দূর হঠো

এদিকে ভারতীয়দের বয়কটের ডাকের মধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু চিনকে আরও পর্যটক পাঠাতে বলেছেন। চিনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার প্রশংসা করে মুইজ্জু বলেন, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প মালদ্বীপে উল্লেখযোগ্য পরিকাঠামো তৈরি করেছে। এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। চিন ঘনিষ্ঠ মালদ্বীপ প্রেসিডেন্টের এই বার্তা নয়াদিল্লির উপর বাড়তি চাপ তৈরি করল।

Latest article